বন্ধু মানে চুলকে খা
ছিদ্র পেলেই কর ঘেঁটে ঘা।
বিপদ বুঝলে সটকে পড়ে
ডুবিয়ে দিয়ে দেখ মজা।


বন্ধু নামে ঢুকে গিয়ে
চুলকে খুঁটে ঘেঁটে দিয়ে
তোর লিপ্সা আর ইপ্সা যত
পূরণ করে যা।
__________________
অমিতাভ (৪.৮.১৮) বন্ধু দিবস


*** জানিনা আজ হিমালয়ের কোন প্রত্যন্ত গুহায় আশ্রয় নিয়েছে প্রকৃত বন্ধু ও বন্ধুত্বের নির্যাস ??


** কাল বন্ধু দিবস গেল, সারাদিন অনেক গাল ভরা লেখা ছবি দেখলাম, নিজেও দিনের শেষে কিছু লিখলাম।


কিন্তু বন্ধুর তো আকাল এখন, ওটা তো এখন একটা শব্দ মাত্র, সুযোগ বুঝে ব্যবহার করা আর ফায়দা তুলে শিকেয় তুলে রাখ ঐ শব্দটা অস্ত্রের মত, আবার সুযোগের অপেক্ষায়।
যা দেখে থাকি - বর্তমানে ধর্মে হোক, রাজনীতিতে হোক, ঘরে হোক বাইরে হোক সর্বত্র ওই শব্দের বহুল ব্যবহার শুদ্ধু ফায়দা তুলে নেওয়ার জন্য।
মন তো  তাই ওই শব্দটি মাথায় এলে প্রতিনিয়ত অন্য কথা বলছে !!