আমার ইচ্ছে করে -
মনমাঝে আছে আমার ইচ্ছেগুলো যত ,
ওদের আমি দু হাত ভরে তুলে নিয়ে
দেই গুছিয়ে সাদরে তোর
আঁচলখানি ভরে।
একে একে সাজিয়ে তাদের
যেই মালাটি গাঁথতি রে তুই,
ওই ইচ্ছেপুরণ মালাখানি
পরিয়ে দিতাম আদর করে
আমি যে তোর গলে।


ভ্রমর হয়ে উড়ে গিয়ে
মেখে নিতাম পরাগরেণু
তোর ওই ইচ্ছে মালা হতে।
পাগল প্রেমিক এই মধুকর -
আমি তৃপ্ত হতাম মত্ত হতাম
তোর নরম গ্রীবা, ওষ্ট অধর
বক্ষ ঘুরে ঘুরে,
তোর ইচ্ছেমধুু খেয়ে।


জানিস কি তুই ?
আমার ইচ্ছে করে -
তোকে নিয়ে যাই হারিয়ে
ওই সূনীলে নীল গগনে
নীল নেশায় মেতে ।
উড়ে যাব মেঘ পেরিয়ে
তোকে নিয়ে অনেক অনেক দূরে,
সাত সমুদ্দুর পাহাড় চূড়ার পরে
ওই সপ্তম আকাশে।
ইচ্ছে করে বৃষ্টি সুখের খুব ঝরিয়ে
প্লাবন বইয়ে দিতে
তোর ভিতরে বাহিরে।


বড় ইচ্ছে করে ঝরাই আমি
তোর অঙ্গে অঙ্গে সুখ-বিজুরি
তোর শিরায় শিহরন!
ইচ্ছে করে তোর ভিতরে রয়ে যেতে
ভিতরে তোর মরে যেতে
তোকেই ভেবে ভেবে।
----------------------
অমিতাভ ( ২৮.১০.২০১৭) বাড়ি, রাত ১-৪৫