বাউন্ডুলে এক উদাস বাউল
একতারাতে তোলে যে সুর -
" আমার হারিয়ে গেছে ঘর,
আমার নেই যে আপন পর,
বাড়িয়ে দিই এই হাত ওরে নে -
বৈষ্ণবী তুই ধর । "
বন্ধু যে তার নীল আকাশ অপার
মাতাল হাওয়া সঙ্গে যে তার সবুজ প্রান্তর ।


মাটির টানে মাটির ঘ্রাণে
উদাসী সুর একতারাতে
পথ ভোলা বাউন্ডুলে বাউল
খোঁজে হারানো তার ঘর ...


বাড়িয়ে দিই এই হাত ওরে নে -
বৈষ্ণবী তুই ধর ।
____________________
অমিতাভ (২.৭.২০২২) লেকের ধার
🌿🌿🌹🌹🌹🌹🌿🌿