কোথায় সেই -
চাবুক মেরে ক্ষেপানো সময়,
ওরই পিঠে সওয়ার হয়ে
অজানা সব পথের দিশায়
শুধুই জেতার নেশায় ছিল
আমার আনাগোনা।
অবুঝ হলেও কত আবেগ ছিল,
ছিল অদম্য জেদ শুধুই জেতার।


সূর্য ঢলা মেঘলা আকাশ
বহু যোজন দূরে যে আজ ,
উদাস বাউল গেয়ে ফেরে
ঘরে ফেরার গান।
নেই সেই চাবুক আর
হাতে যে আমার,
নেমেছে আঁধার ঘিরে
সময়নদীর তীর ছেয়ে।
বৃদ্ধ বটের কোটর হতে
সাপের খোলস ঝোলে ,
তক্ষকেরা ডেকে যায়
শুনশান শুনশান!


হলুদ পাতারা পড়ে ঝরে
পায়ের চিহ্ন মুছে দিয়ে।
ছায়ারা ক্রমেই আসে নেমে
দীর্ঘ হতে দীর্ঘতর ওরা হয় কলেবরে।
উজানি নদীতে বয় গোষ্পদে জল
কোথায় নৌকো মাঝি বৈঠা আর হাল?
ঘাটে ঘাটে শুধুই সিঁড়ির কঙ্কাল !
_____________________
অমিতাভ (৯.৭.১৮)