ভাগ্যহীন বিপন্ন ওই মানুষের ঢল
হতবাক হয়ে ওরা বিষণ্ণ আবেগে ,
শূন্য দৃষ্টিতে সুদুর আকাশের পানে -
ওরা হাত তুলে চেয়ে ।


জলভরা মেঘেদের বুকে নিয়ে কাঁদে যে আকাশ ,
আখিঁ তার ছল ছল - অশ্রুসজল ।


আঘাতে আঘাতে ওরা ক্ষত বিক্ষত ,
নিঃসম্বল মানুষেরা যত হেটমুন্ডে বাড়ায় তার অসহায় হাত ,
একটু ছোঁযা পেতে চায় পৃথিবীর কাছে -
মৃত্তিকার শীতলতা ছুঁয়ে ।


হাজার চিতার আগুন নিয়ে বুকে ঐ জ্বলে পৃথিবী
সন্তান হারানোর ব্যথায় সেযে নিথর, স্থানু সে হয়েছে স্থবির !


জ্বলেই চলেছে লাশ বাতাসে দীর্ঘশ্বাস -
নাই স্বজন নাই প্রিয়জন
নাই স্বস্তি সংস্থান নাই নাই আর নাই,
ধরনীর বুকে ওই ওড়ে শুধু ছাই ।


সব থেকেও শেষে জানেনা সে কোন দোষে
আজ নামগোত্রহীন এক বেওয়ারিশ লাশ !
_________________________
অমিতাভ শূর (২৬.৫.২০২১) রাত ১-৪৫
** সকলে সাবধানে থাকুন পরিচ্ছন্ন থাকুন , ভাল থাকুন ।