আকছারই দেখি পথেঘাটে ঝোপেঝাড়ে বনে
কুকুর বিড়াল কিংবা শুয়র বাদুড়ে -
আঁচড়ায় কামড়ায়, হামলে পড়ে গিলে খায়,
মেটায় দেহের চাহিদা করে উদর পূরণ ওরা আঁচড়ে কামড়ে,
নেই তার বিচার বিবেক কোনও শালিনতাবোধ,
তাই পশু বলি তারে ।


পর্দাহীন বোকা চোখে একি দেখি হালফিল ,
তুমি আমি 'এ' 'ও' অনেকেই তো কেমন
নির্লজ্জ বেয়াব্রু হয়ে আঁচড়াই কামড়াই -
হামলে পড়ে গিলে যাই ঠিক যেন শুয়র বাদুড় !


আমরা যে বুদ্ধিদীপ্ত সামাজিক জীব বেমালুম ভুলে তারে লাল সালুতে বেঁধে রাখি তুলে,
আমাদের আরব্ধ যত শিক্ষা সংস্কৃতি শিষ্টতা আর বোধ বুদ্ধিগুলো যত।
একে অন্যকে কেমন নির্লজ্জ্ব বেআব্রু হয়ে
করেই চলেছি অবিরত - রক্তাক্ত ক্ষতবিক্ষত,
বাদুড় কুকুর আর শুয়রেরই মত!


প্রশ্ন মনে দ্বন্দ নিয়ে মনে জাগে বার বার
আদপেই কি আমরা আর রয়েছি শিক্ষিত?
আধুনিকতার নামে হইনি কি অতি সঙ্কুচিত, পরিনি কি ঠুলি?
কী তফাৎ আজ আর আমাদের থেকে ওই শুয়র বাদুড়ের?
-----------------------------------------
অমিতাভ (১৫.১১.২০১৬)