শতাব্দির বিবর্তনে শত অনুসন্ধানে
আধুনিক হয়েছে এই নব্য সমাজ,
সময়ের প্রবাহে তারও হয়ছে বয়স
ন্যুব্জ হয়েছে সমাজের বর্ধিত দেহ ।


বিবর্তন দিয়েছে হাতে পরমানু বোমা
হিংসা দ্বেষ নিয়ে লড়াই - হত্যার ফরমান,
দিয়েছে নাৎসি আই এস আই আর তালিবান !
জ্বলে ট্রয় সিন্ধু সভ্যতা ঐ জ্বলে ব্যবিলন
জ্বালায় নালন্দা ওরা জ্ঞানের ভান্ডার
ভাঙে লক্ষ মন্দির আর বামিয়ান  !
    
হালফিলে জন্মানো যত আগাছা,
অর্থহীনেদের বেশতো দেখে ও চাখে দেখি -
ভোগবাদে নিমজ্জিত এই নব্য সমাজ।
সত্য ন্যয় নিষ্ঠারা আজ আবছায়া ধোঁয়াশায়, চোখে ঠুলি তালা কানে ওরা টানে ঘানি,
বৃদ্ধ আধুনিকতার চোখে পড়েছে যে ছানি!
______________________
অমিতাভ (২৯.৮.২০২০)