অনেকটা পার হয়ে জীবনের পথ
অনেকটা সময়ও তার সাথে,
দুইটি হৃদয় শেষে পেয়েছিল খুঁজে
বিজনে কুজনে এক শান্ত ছায়াতরুতল,
নিপাট নিরিবিলি এক পান্থশালা।
দেখেনাই তখন ওরা আকাশের এক কোনে জমেছিল
ছোট্ট টুকরো এক কালো মেঘের পশরা।


সেই শিশুমেঘ আজ ফুঁসে উঠে ছেয়েছে আকাশ ,
বিষবাষ্প ছড়িয়ে চারিদিকে সে যে করে গর্জন।
পারেনা মেলাতে হাত আর প্রেমিক যুগল পায়না উত্তাপ শরীরী,
অতৃপ্ত রয়ে যায় প্রণয় পিপাসা।


কাতর হৃদয় দুই ঘোরে চাতক পিয়াসে।
কি আকুল মনপ্রাণ, প্রাণপনে চায় মন তবু কটাক্ষই মেলে।
প্রেমপাশে ধরা দিয়েও মন আজ শূন্যতায় দিশাহারা দোঁহে,
আর  বুঝি হল না ধরা প্রণয়ীর উষ্ণতার ওম।


বিধি বাম বিধাতা হয়েছে বিমুখ
ভেসে যায় পিপাসু নিরাশ ওই দুইটি হৃদয়
ঝরাফুল হয়ে ওরা প্রণয়ের উপেক্ষিত স্রোতে।


প্রেম দিলে তুমি দিলেনা মিলন ,
দিলে হৃদয় দহনজ্বালা - অকুন্ঠ মরমব্যথা।
বিশের বাঁশরিতে ওঠে আগুন পাখির গান
চারিদিকে ধ্বনিত আজ বিরহ সংগীত।
______________________
অমিতাভ (১.৬.২০২০)বাড়ি, দুপুর ১২-২০


** আজ ৬৮ তম 'লকডাউনের' বন্দীদশায় বসে মন যেমন বলে বা ভাবে।