থমকে যাওয়া এই সময়ের
কোনও ব্যখ্যা খুঁজে পাইনা আর,
পাইনা খুঁজে যুক্তি কোনও
এমন অনিশ্চিত বন্দী হয়ে প্রহরগুলো গোনার।


যদিও নক্ষত্র নদী নারী
সোনার ফসল মিথ্যা নয়,
কোথায় ধর্ম অর্থ কাম,
ফসল তোলার আনন্দে ঐ বৈশাখী আর বিহুর তান?


স্পেন ইতালি মিশর ইরাক,
নাকি আমেরিকা ভারত চাড?
বিশ্বভরা ত্রাস এখন মহামারীর রাহুগ্রাস,
পরাজিত সৈনিকের জমে লাশের পাহাড় স্তূপকার।


এরই মাঝে জগৎ শেঠ মীরজাফরের
আজও শুনি তান্ডব।
জাহাজ ডুবছে জেনেও পানাহার মৌতাৎ,
লুণ্ঠনে আনন্দ নেয় ওরা, ধর্ষণে করে উল্লাস।


সময় শক্তি ও দ্রুত আয়ুক্ষয়ে বয় জীবন
ছুটে চলে ভাটির টানে মোহনায় হতে বিসর্জন।
নিঃসঙ্গ সময় দেখি এগিয়ে চলে সুড়ঙ্গপথে
অদৃশ্য ভয়কে করি প্রাণের সাথী আজ।


হারাই জীবনের স্বাদ তিলে তিলে তারে নিষ্ফলে,
শয্যা পেতেছি আমি এক ডুবন্ত শরশয্যায় ,
চোরাবালির উপরেই যে আমার ঘর হয়েছে এখন,
বড় বিচিত্র ধোঁয়াশা এক অজানা প্রতীক্ষায় কাটে শঙ্কিত জীবন।


জানিনা আবারও কি সূর্যালোকে পাখির ডাকে
বকুল বিছানো আনন্দময় হয়ে জাগবে কি ভোর?
নাকি রাত্রি শেষে উঠবে জেগে
নিঃশব্দ নির্জন রক্তমাখা এক কুরুক্ষেত্র প্রান্তর ?
______________________
অমিতাভ (২৩.৮.২০২০)


★ আজ কোভিড ১৯ এর বন্দীদশার সুদীর্ঘ ১৫৩ তম আতঙ্কিত দিন