আমি যে হেঁটেছি অনেক অনেকটা পথ
অতিক্রম করেছি অনেক সমূহ বিপদ,
পার হয়ে এসেছি অনেক ভাঙা সাঁকো দুর্গম -
খরস্রোতা নদীর উপর ।


আজ বড় ক্লান্ত পথশ্রান্ত সেই পদাতিক আমি,
অদৃশ্য শত্রুর সাথে অসম লড়াই করে লাগাতার আমি দিবানিশি ,
হয়েছি আশাহত শ্লথ আজ, রক্তও হয়েছে শীতল।


ন্যুব্জ হই, হই সঙ্কুচিত বেদনার ভারে
অগণিত নিরীহের অকাল মৃত্যু মিছিলে,
আর্তের উদ্বাহু হাতগুলো দেখে।
প্রশ্ন জাগে মনে সন্দেহ ক্ষোভ হয় - ক্রমেই বীতশ্ৰদ্ধ হই,
কোথায় বিধাতা নামের বিদগ্ধ অন্তর্যামী,
নির্বাক নিষ্কর্মা হয়ে দেখেই চলেছে গণ প্রাণাহুতি ?
_______________________
অমিতাভ(২৬.৭.২০২০)


** আজ আমার Covid 19 এর ফেরে129 তম বন্দীদশার দিন।