বুঝেও বোঝেনা সে,
কেন যে মানেনা অবুঝ অবাধ্য এ'মন ?
যে যাওয়ার সে তো কবেই গিয়েছে চলে,
বিরান নিস্পন্দ করে আঙ্গিনা দেউল ।
বিদেহী কখনও আর আসে কি ফিরে?


না না -
যুক্তিবাদী মনকেও সে যে করে নমনীয় ,
কি অদ্ভুৎ যুক্তিহীন হয়ে তাই শূন্য বলয়ে যাই খুঁজে,
এক অনন্ত অপেক্ষায় দিবারাত্রি প্রতিপল -
অবারিত রেখে মনের দরজা কপাট !
_______________________
আমিতাভ (২৫.৭.২০২১)গুরুপূর্ণিমা, রাত্রি ২-১৫