শ্রাবনের এই বৃষ্টি দিনে
চলনা রে আজ সব ভুলে আয়
বৃষ্টি মাখি গায়।


মনের যত দুঃখগুলো
আজ আয় না ভেজাই বৃষ্টিজলে,
দেই ভাসিয়ে চিরতরে শ্রাবণধারায়।


হারিয়ে যাব আজ দুজনে
জলনূপুরের মিষ্টি তালে
নৃত্যগিতে আনন্দেতে শ্রাবনধারায়।


আয়রে ওরে দেখ চেয়ে তুই
মেঘবালিকা নাচে যে ওই
বিজুরি আর বরিষণের -
রিম ঝিম ঝিম - গুরু গুরু
বৃন্দগানের তালে ।


আয়না রে তুই বন্ধু প্রিয়া
আজ ভেসে যাই দোঁহে বৃষ্টিজলের স্রোতে ।
একাত্ম হই দুইটি হৃদয়
শ্রাবনের এই রিম ঝিম ঝিম জলনূপুরের তালে -
আগ্নেয় দুই মনের যত উষ্ণতা ভিজিয়ে ।
____________________
অমিতাভ (২৯.৭.১৮) বাড়ি, সকাল ৮-১৫


(** ঘুম থেকে উঠেই বৃষ্টি আর বৃষ্টি। কোথায় আলো, কোথায় সোনারং মাখা সুয্যি পূব আকাশে? আজ আর দেখা হলনা । এক নাগাড়ে ঝম ঝম রিমঝিম দেখতে দেখতে তাই লিখে ফেলা দু লাইন।)