হেসেছিলি একদিন বড় আপনার করে
মুক্তো ছড়িয়ে ওই মুখে,


মায়াবিনী দুচোখে ছিল আকূল আহ্বান
যেন উজানী স্রোতে ভাসা ছুটে চলা সাম্পান।

তুণীরের তোর ওই বাণ
অব্যর্থ হেনেছে আঘাত


বুঝিনি যদিও সেইদিন
পঞ্চশরের আবেদন !


ভুলতে পারিনা আজও তারে
বারে বারে টানে যে আমারে ।


আজ -
নাই বা ভিজলো তোর মন
আর নাই বা চাইলি আজীবন !
প্রতীক্ষায় রইব বসে তোর
হয়ে প্রেমিক ভিক্ষু আমরণ।
===============
অমিতাভ (৭.৩.২০১৬)বাড়ি, রাত ১১-১৫