কেমন করে বোঝাই তোকে
মনের কোণের কোন গভীরে
কোথায় যে তুই আছিস বসে,
কোনখানে তোর ঠাঁই ?

তুই যে আমার  মনের ঘরে আঙিনাতে
বিন বাদলে শ্রাবনধারায়,
ক্ষরায় ভরায় স্বপ্ন জুড়ে আছিস যে তুই ছায়ায় মায়ায়  
আমার অঙ্গে অঙ্গে প্রাণে মনে ছড়িয়ে আছিস তুই !!


তোর প্লাবনে তোর বোধনে
তোর অন্বেষায় তোর শোধনে
আমি যে মগ্ন হয়ে তোর নেশাতে -
সদাই ডুবে রই।


তুই বুঝিস কিনা জানিনা তা
না বুঝলেও বা কি আসে যায়?
সব ভুলে ডুব দিয়েছি যে অতলান্ত তোর সাগরে,
ঢেউয়ের ‘পরে ঢেউয়ের মত শুধু আছড়ে পড়িস তুই!


বুঝবি রে তুই শুধুই তখন
যখন নোঙ্গর ছেড়ে ছুটবে জাহাজ অথৈ সমুদ্দুরে ।
তীর হারিয়ে ওই সুদুরে চারিদিকে দেখবি যখন
থৈ থৈ থৈ শুধুই অথৈ জল!


না না - ভয় নেই তোর আছি আমি
যা বয়ে তুই যেমন খুশি ইচ্ছে তোর যেথায় ।
তোর সারা আকাশ ছেয়ে আছি
অতন্দ্র প্রহরায় আমি - হয়ে বাতিঘর!
--------------------------
অমিতাভ (২৩.৭.২০১৬)