একে একে সব আজ
ওরা দেখি যায় সরে সরে ,
ছিন্নপত্রের মতই
বৈরি হাওয়ার শিকার হয়ে ।


কে যে কোথায় আজ,
তাহাদের ক্রন্দন, অস্থিরতা শুনি
ওই হেমন্তের বিকেলের -
মৌন বেলাশেষের পত্রমর্মরে ।


বিবাগী নিঃসঙ্গ সমুদ্রও বলে শুনি -
দাওনা একটু জল - বড় পিপাসার্ত আমি,
পারনা কি একটুকু সঙ্গ দিতে
এই নিষ্ঠুর নির্জনতায় ?


বড়ই কঠিন সময় এক বন্ধুবিহীন -
দিশাহীন পথিক আজ পায়না খুঁজে আর পন্থশালা।
_____________________
অমিতাভ (১০.৯.২০২০)বাড়ি