সুখ তুই থাক না সুখে
দুধে ভাতে এই ধরাতে,
তবে ভুলেও আমি মাড়াবোনা
সবুজ গ্রহের এ'পথে আর।


জড়াতে আর চাইনা আমি
এমন দুঃখ নিয়ে সুখের ফাঁদে।
এক ফোঁটা সুখ একটি খুশি,
ঠিক তারই পর তেতো ঝালে
দুঃখ দলন অবিরত!


কালো মেঘের দুর্গমাঝে
ক্ষণিক সুখের বিজুরি চমক,
দুখের আস্ফালনের মাঝে
চাইনা এমন সুখের সফর।


সুখের ফাঁদে সাজিয়ে পসার
দাও ছড়িয়ে দুঃখ যত অসংযত,
মাদারির এই খেলায় আমি
চাইনা হতে সাক্ষী যে আর।
__________________
অমিতাভ শূর ( ১৬.৬.১৮)