আমি জীবনের গান গাই জীবনকে খুঁজে যাই
আকাশের ওঁই নীলের নিচে, বনের মাঝে ধানের ক্ষেতে
নদীর ধারে মেঠো পথে যারে খুঁজে পাই।


জীবন – সে তো খোলা হাওয়ায়, তারে দেখি চাঁদ জোছনায়
শিশুর হাসি কলতানে হলুদ প্রজাপতির ডানায়
নদীর স্রোতে ঝর্ণাধারায় জীবন বয়ে যায়।


জীবনকে দেখি আমি নীল সাগরে ঢেউয়ের মাঝে
পাখির কুজন ভোরের রবি আলোর বন্যায়,
ঘাসের শিষে বিন্দু বিন্দু শিশিরের কণায়।


বহমানা জীবন চলে ইচ্ছেসুখে আপনমনে
জানেনা থামতে সে যে শুধুই বয়ে যায় ,
জীবন আছে নিটোল প্রেমে ছন্দে গন্ধে হাসি গানে আনন্দধারায়।


পার্থিব অপার্থিবের সেতুবন্ধ হয়ে জীবন
বয়েই চলে ছন্দে আপন অমৃতধারায় ...
------------------------------
অমিতাভ (১৭.১১.২০১৬) বাড়ি, সকাল ৬-৩০