চারিদিক হতে শুনি আজ শুধু কোলাহল
বাচালেরা ক্রমেই দেখি হয়ে ওঠে সোচ্চার ।
সুগভীর ক্ষত আজ ধরণীর বুকে
পুঁজ রক্ত ঝরে বক্ষ হতে তার, অশ্রু যত বাষ্প হয়ে ওড়ে।
পৃথিবীর অলিন্দ হতে উঠে আসে অশনি কালো ধোঁয়ারাশি -
পুঞ্জিভুত যন্ত্রণায় পোড়া ছাই হয়ে ।
একে একে সমাহিত হয় সত্য সুন্দর ও সততারা যত,
এ'পৃথিবী আজ এক নিষিদ্ধ খোয়াড় ।
সুন্দর পরাজিত অসুন্দরের কাছে - অবনত শিরে ।
বিভ্রান্ত সমাজ করে কলুষিতের জয়গান ।


কাগজের ফুল হাতে মানুষেরা করে উল্লাস,
অবহেলায় পড়ে থাকে নিষ্পাপ ফুলের করোক,
বৃন্তচ্যূত ফুলেদের ওঠে নাভিশ্বাস।
অশ্রুসিক্ত মানবতা আজ ভাসে ধর্ম নামের কলুষিত গ্রাসে।
________________________
অমিতাভ (২৭.১০.১৯) রাত ১২-১৫