দুঃখ আছে মনে
দুঃখ আছে পায়ে পায়ে
দুঃখ সারা দেহে,
রোমে রোমে শিরায় শিরায় -
দুঃখ অন্তরে বাহিরে ।
মনের ঘরে চিলেকোঠায়
আছে দুঃখ যারে যায়না বলা,
আছে লালায় রক্তে অনুভবে -
দুঃখ অবোধ মনে ।


রূপ রস মধু গন্ধ মিথুন -
আরও আরও কত কিসব কিছু,
এত এত প্রতিপলে ওরা বাড়ে ভাবের ঘরে ।
শুধু চাই আরও চাই অনেক অনেক ,
তবে হয়না পাওয়া বাস্তবে তাই দুঃখের পাহাড় জমে !
___________________________
অমিতাভ (২৮.৩.২০২২) গৃহকোণ, রাত ১-২০