বন্দী দশায় বয় যে জীবন দুর্বিসহ যাতনাতে
ক্রমান্ধকার ধুম্রজালে চার দেওয়ালের জটিল ফাঁদে,
ভয়কে দেখে, ভয়কে পেয়ে, নষ্ট এই সময়ের সাথে
সংক্রমণের ভয়াবহ কল্পনাবিলাসে ।


প্রানবন্ত ঝিলমিল এই সবুজ ধরণীতে  
বড় অনিশ্চিত ক্ষনিকের কিছু সময় নিয়ে হাতে,
আসিনিতো এমন লক্ষ্যহীন মৃতবৎ হয়ে
'রেশম কিট' কিংবা 'হাইবারনেশান' বিহারে !


এ'কোন অন্ধকার চারিদিকে ভয়, মানসচক্ষে ভাসে ধ্বস্ত ট্রয়,
নালন্দার খন্ডহর, কবরস্ত পম্পেই নাহয় !
কোথায় শ্রাবন্তির কারুকার্য দারুচিনি দ্বীপ ?
হারায় আবছায়ায় ক্রমে অজন্তাগাত্রের যৌন যৌবন শিহরন ।


অমুল্য জীবনকে দেখি বিপন্ন সে বড়ই দুর্বিপাকে
অন্ধকার আসিছে নেমে - নষ্টনীড় আজ নষ্ট সময়ের রোষে ।
_________________________
অমিতাভ (৩০.১১.২০২০)বাড়ি , বেলা ১১-১৫


** আজ সুদীর্ঘ ২৫০ দিনের ঘরবন্দী অভিজ্ঞতায় ।