দাঁড়াও পথিকবর কী নিয়ে চলেছ তুমি সাথে
অন্তিম যাত্রায় তোমার অবশেষে ?
কিছু কি পুণ্যকাজের ফিরিস্তি নিয়ে ?
বলতো - কি হবে তাতে ?
তুমি কি ভাবছ আজও
ওই স্বর্গভূমিতে বসে আছে সুস্থ দেবতারা যত ?


হায় - সে স্থান তো কবেই হয়ে গেছে বেদখল !
দেখছ না আমাকে কি তুমি - আমি নিয়তি চঞ্চল !
ঘুরেই চলেছি আমি আকাশে বাতাসে এই নভমন্ডলে,
গৃহহীন বিতাড়িত আমি আজ এক উড়ো কাটাঘুড়ি ...


কিছুও যদিবা অন্য কাজের ফিরিস্তি নিয়ে যেতে
রাহাজানি ধর্ষণ কিংবা তঞ্চকতায় সাফল্যের বীরগাথা যথা,  
হয়তো বা তবুও কিছু বিবেচনা পেতে -
তোমার ওই কষ্টকল্পিত কান্খিত স্বর্গভূমিতে!
-----------------------
অমিতাভ (২৬.৩.২০১৭)