সৌন্দর্য ?
সেতো ছড়িয়ে রয়েছে
পথে, প্রান্তরে, ঊর্মিমালায়,
আছে নদীতটে সাগর নীলে তুষার শিখরে ,
আষ্টেপৃষ্টে জড়িয়ে প্রকৃতির সাথে ,
আপন ক্ষেয়ালে দেদার ...


তাকে দেখতে হলে মুগ্ধতায় মন ভরতে হলে -
চাই যে এক অম্লান সুকোমল হৃদয় ,
সদা উন্মিলিত দুই
অন্তর্নিহিত আলোকিত নয়ন !


যার আছে সে দেখে তারে ,
নেয় তার সুঘ্রাণ নির্যাস অপার ।
বাকি সব অধিকাংশই হাসে - করে উপহাস,
জানেনা ওরা যে কত অভাগা, স্রষ্টার সৃষ্টিছাড়া ।
______________________
অমিতাভ ( ৩.১০.১৫ ) গোধূলিতে লেকের ধারে