মুক্তি কে না চায়
মুক্তি কি অতই সহজ, চাইলেই পাওয়া যায় ?
খাঁচার পাখি আকাশ দেখে
বন্দী হাত বাড়ায় ।


তাইতো কবির অমলকান্তি রোদ্দুর হতে চায়
উদাস চোখে অমল সেথা আকাশপানে চায়।
মুক্তিরা সব স্বপ্ন হয়ে - টুকরো মেঘ হয়ে ওরা ফেরে ,
অধরা কতই না রূপালী স্বপ্ন চারিধার!


চুন বালু ইট লোহার খাঁচার হাজার বাধার চার দেওয়ালে
বন্দী হয়ে আমিও বসে আকাশটাকেই দেখি -
ভিতর হতে জানালা দিয়ে  গরাদের ওপার ,
মন পিঞ্জরায় মুক্তি শুনি করে হাহাকার ।


সবার মনেই মুক্তি রোদ্দুর হতে চায়
মেঘে ঢাকা তারার মত মুক্তি পথ খুঁজে না পায় ।
_________________________
অমিতাভ (৩০.৮.২০২২) গৃহকোণ