পথে প্রান্তরে পন্থশালায়
পথিক তখন আমি,
ঘুরিতেছিলাম বাউল ফকির
নাহয় পরিব্রাজক হয়ে।
হয়তোবা শান্ত হতে, একটুখানি স্থিতু ,
হয়তোবা একটি গৃহের খোঁজে -
নিকোনো যার উঠোন, আশ্রয় নির্মল।
তুমি যে ফুলপল্লবে সাজিয়ে মনের পালঙ্ক পাট পাট,
বাড়াবে মানবিক গৌরবে ভরা স্নেহময়ী দুহাত
ছিল কষ্টকল্পনা, সে ছিল স্বপ্নাতীত আমার।


কাব্য করে চাইনা তোমায় রাখতে কবিতায়,
রাখতে পুথিগত করে তোমায় পত্রপাঠ।
বড় আপন করে পাই যে তোমায় রক্তে মাংসে ঘামে,
পাই হৃদয়ের মণিকোঠায় তোমার সুগন্ধ সৌরভে।
____________________________
অমিতাভ (১৫.৪.১৯)