বাউন্ডুলে এক ছন্নছাড়া আমি বেসামাল ,
আটপৌরে আমজনতা আমি
বাঁচি মরি কিংবা নাচি
কার কিই বা আসে যায় ?


সংসারের এই শিকলবেড়ি আদিখ্যেতা যত,
মানতে পারিনা ঠিক আমি অতশত।


এ' সমাজের গায়ে দেখি
শতচ্ছিন্ন কাপড় আঁটা,
লজ্জারা  উঁকি দেয়
অশ্রুজলে যথা তথা।
চারিপাশে অসত্যের ঢক্কানিনাদ যত
চাপা পড়ে কেঁদে মরে সত্য অবিরত।


মেলেনা তাই সরে থাকি সবার থেকে একটু দূরে,
বাউন্ডুলে এক ছন্নছাড়া আমি যে বেচাল।
_________________
অমিতাভ (২৩.১১.১৯)
বাড়ি, সকাল ১০ - ৫৫