আর জনমেও চাইবো জেনো
তোমাকেই পেতে।
রাখবো তোমায় জড়িয়ে বুকে
ঘাসের বুকে লেপ্টে থাকা শিশির কণার মত।


ভাসব দুজন জোৎস্নালোকে রুপোলী ঐ নদীর স্রোতে
নীলের মাঝে আত্মহারা শুশুক যেমন খেলে ।
উতল হাওয়ায় দুলব দুজন চতুর্দোলায় দুলে
ফাল্গুনী সুখ মেখে।


মনের কোণে জমে থাকা যত পার্থিব সুখ আমার বিনোদন
ওরা যে সব ছড়িয়ে আছে তোমার আঁচল ছায়ে ।
ওই কোমল তনু গন্ধ দেহের উষ্ণতা উচ্ছাস
অতৃপ্ত এই মন যে ফিরে চায় সে বারেবারে ।


আর জনমে বাঁধব যে ঘর শান্ত সুখের নীড়
সেযে তোমায় নিয়ে তোমার হয়ে তোমারই মতন করে ।
_______________________
অমিতাভ (২৭.৬.২০২০) বাড়ি, রাত ১২-৪০