বেশ আছি আমরা অধুনা এই আধুনিক সভ্যতায়,
ভোরে উঠে শুনি নির্বিবাদী প্রিয়াঙ্কা মেয়েটা
লুঠ হয় পথে কাম লালসার ভোগে - পুড়ে তারে করে ছাই,
শুনে মালদা নাড়ায় পাখা ওড়ায় ওরা নারীকে জ্বালিয়ে ছাই ।
পেছনে তাকালে তাড়া করে দেখি বিভীষিকা উন্নাও।
বিশ হাজার কোটি লুঠ করেও দেখি বিচারাধিন আজও ওরা
বিচারব্যবস্থা খেলেই চলেছে তার দীর্ঘসূত্রী জেল বিচারের খেলা ।
দোষীরা কেউ জেলের ভিতর কেউ বেশ খোলামেলা ।
নিরিহরা ঝোলে দড়ি দিয়ে কাঠে, মুখে কুলুপ এঁটেছে নেতা ।
ওদিকে লুটে পাটে দেশ নীরব মালিয়া আরও যেন কারা কারা
কেমন ভ্রাম্যমান ওরা ফিরছে ঘুরে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা !
কি সুখেই না রয়েছি আমরা ছাপোষা নাগরিক ,
আজ পেঁয়াজের ধকে নাকে চোখে জলে
আছি মরে বেঁচে বাঁচার নামে ক্ষুন্ন মনে বিষবৃক্ষের ছায়ায় !
______________________
অমিতাভ (৭.১২.১৯)