দহন -১
_____
জীবনের পথ আজ মেঘে ঢাকা আলোক বিহীন,
অস্ফুট আর্তনাদ শুনি শিরায় শিরায় ।
বলিরেখারা ওঠে ক্রমান্বয়ে বেড়ে - বোবা অসহায় অচল জীবন ।
লোনাজলে করে স্নান ভালবাসা প্রেম কাম ,
সংযমি মন আজ ধৈর্য হারায় ।
ইচ্ছেরা নীরবে সহে পরাধীণতা - ব্যথাতুর বিবর্ণ চেতন মনন  ।
______________________________
অমিতাভ (১০.৬.২০২১) গৃহকোন , রাতে ১-২৫
** দহন ট্রিলজির প্রথম পর্ব


দহন - ২
_________________
এ কেমনতর মানব জীবন চারিদিকে যার রুদ্ধ যত গবাক্ষ অর্গল ?
দিন দিন আয়ুহীন অমূল্য এ'জীবন মুখোসের আড়ালে তার মুখটিকে ঢেকে ,
আশঙ্কার আঁচ সেঁকে অনিশ্চিত অজানা ওই আগামীকে দেখে দেখে ?


প্রাণপাত করে ওরা বাড়িয়েছিল হাত, বাঁচাতে মানুষের যত অসহায় প্রাণ,
নিবেদিত প্রাণ কত যে বৈদ্যরা আজ একে একে তারা হয়ে স্তব্ধ অনড় ঐ আকাশের গায় !
মুখ বেঁধে মূক ও বধির হয়ে বন্দীদশায় সপ্রাণ জীবনের একী অপ্রাণ ক্ষণ ?
_________________________________
অমিতাভ (১২.৬.২০২১) গৃহকোন, রাত ১২-৫০
** দহন ট্রিলজির দ্বিতীয় পর্ব
সমগ্র চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জানাই শ্রদ্ধা ও প্রণাম ।


দহন -৩
_______
ক্লান্ত এই  দেহমন অশান্ত দিনক্ষণ,
পারেনা এগোতে আর ঝাঁঝরি বিছানো এই ধরণীর বুকে ।
তবুও সফর যে এখনও বন্ধু বাকি !
এখনও স্তব্ধ হয়নি যে হৃদয়ের স্পন্দন ক্ষীন আশার আলোর সাঁজবাতি ।
তাই জ্বলছে জ্বলুক চিতা শত শ্মশানে উল্লাস যত -ওড়াক না ছাই ,
দহনে দহনে শেষে কাঁচাসোনা উঠবে ভেসে - টম চাচা স্পার্টাকাসেরা জেনো হাসবেই ।
_______________________________
অমিতাভ (১২.৬.২০২১) গৃহকোণ , রাত - ১-১৫
** দহন ট্রিলজির তৃতিয় ও শেষ পর্ব