যেইনা সেদিন দেখি তোকে
দেখতে দেখতে বিভোর হয়ে
শুধু দেখেই আমি যাই তোকে ।


একটা সময় এল যখন
আমায় অবশ করা অবাক তুই
সমুখ হতে যাস চলে তুই ধরিয়ে নেশা অবাধ্য !


যখন সরে সরে দূর থেকে দূর
আবছায়া তুই মুরতী -
যেন এক কুহকিনী তিলোত্তমা রম্ভা তুই ।


আমি যে চেয়েই থাকি তোরই পানে ,
আরও অনেক করে দেখতে চাই,
আরও অনেক বিশেষ করে তোকে কাছে পেতে চাই ।


যখন তোকে দেখিনা আর দুচোখের এই দৃষ্টিতে,
আমি বৈশাখের ঐ ভরদুপুরের রাস্তা হয়ে রই চেয়ে,
টকটকে লাল আগুন ঝরা কৃষ্ণচূড়া তোর দিকে ।
___________________
অমিতাভ (১৬.৭.২০২১) দুপুর ৩-৩০