বলা নেই কওয়া নেই - এইতো সেদিন
ভাইটা আমার বেমক্কা কোথায় যে হারিয়ে গেল নীলে, সখ্যাত সলিলে !


এদিকে বিষদৃশ ভয়াবহ এক 'করোনা' ষাঁড় তুমি লেলিয়ে দিয়েছ পিছে,
ছুটেই চলেছি ধাওয়া খেয়ে - ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে হাতে ।


চলতে চলতে দেখি যে বয়সে হালফিলে পৌঁছেছি এসে,
সেটাও বলছ আবার 'রিস্কি জোন'এ এখন নাকি উপনিত আমি !


তাই এ'অধমের এখন নাকি মদ, মাংস, সিগারেট, তিনটেই মানা, হও সংযমী ।
আরে - এইজন্য কি তবে ভুমিষ্ট হওয়া? এত হেপা নিয়ে আসা এই মর্তভূমিতে ?


সেই কবে থেকে মাইরি খাচ্ছিতো পদে পদে ঝাড়,
হুলিয়ে হোঁচট লাথি ঝাঁটা আর উদোম প্রহার !


ধূর ধূর শালা, এই নাকি পরম ভাগ্য প্রসুত মানবজীবন?
আরে আমিতো আসিনি ভেবে - হব একলব্য কিংবা কীর্তিবাস !


মাংস আর রসনায় নেই করছ আমায় মানা - তো খাবোটা কি,
মদ নেই ধোঁয়াও বারন সেবন করা - তো কোথায় স্বপ্নপুরি,আলাদীনের উড়ন্ত গালিচা?


একেতো দিয়েছ সীমিত দুদিনের এ' জীবন,
বাকিতো রয়েছে দেখি গোনাগুনতি কিছু নিঃশ্বাস আর প্রশ্বাস ।


তার ওপর চড়িয়েছ পাহাড় প্রমান দায়িত্বের নাঙ্গল জোয়াল
পরিয়েছ মুল্যবোধের ভারি কন্টক হার ।


ওদিকে হাজারো বারণ আর অনুশাসন
দিয়েছ হাঁটুতে কোমরে আর মনে - বেদনার মার !


ধুর ধুর - এ'বয়সে এমন ফাঁদে তুমি ফাঁসিয়ে দিলেনা গুরু,
কেমন প্যেঁচে ফেলে ঘেঁটে দিলে মাইরি - গোধুলিবেলার এই জীবনটাকে ।
_______________________


অমিতাভ (২৩.৩.২০২০)