ডুমুরের ফুল না হয় যেন ‘ডোডো’ পাখি হয়ে গেছে -
সারল্য ও নির্মল আনন্দরা আজ


কেন যে দিয়েই চলেছ ব্যথা সকলেই সকলেরে
নিত্য নিত্য অগনিত শুধু অনিবার?
ওই জঞ্জালেই তো ভরা দেখি সমগ্র ভূবন
কী পাও এমন বৈচিত্রহীন ব্যথা দিয়ে আর নিয়ে বারংবার?


পারনা কি একটুকু আনন্দ ছড়িয়ে দিতে
হোলোই বা কুশাগ্র সমান !
দেখনা – বিনিময়ে পেয়েও যেতে পার
অনেক অনেক বেশি প্রতিদান ।


ডুমুরের ফুল না হয় যেন‘ডোডো’ পাখি হয়ে গেছে -
সারল্য ও নির্মল আনন্দরা আজ।


কোথায় আকাশ নীলে শঙ্খচীল ডানা,
মুক্তির শন্দেশ পবিত্র নিশানা ?


-------------------------------------
অমিতাভ (২৭.৩.২০১৭)বাড়ি, ৯-০০