ওরা আলোর নিচে দিবালোকে ধিকৃত সবার,
ওরাই আবার একটু আড়াল আঁধার রাতে
বড় কান্খিত নিশিকুটুম, অনেকেরই  কণ্ঠলগ্না অলি!
সোনাগাছি কিংবা থাকে ওরা ওই হাড়কাটা গলি !


জনান্তিকে ভাবে,
কিংবা প্রচলিত সমাজ ব্যবস্থাতে
ঘৃন্য ওই পতিতালয়, ঘৃন্য পতিতারা,
বদনাম দুর্নাম যত ওরাই তার ভাগি !


আর তুমি আমি সব দুধে ধোয়া
অজানা অচেনা হয়ে কেমন নির্বিকার থাকি,
ধোপদুরস্ত একেবারে যেন অন্তর্যামি ।
থাকি তালেবর মাতব্বর হয়ে
যেন বর কিংবা বরযাত্রি হয়ে কত নামিদামি ,
সেই আমরাই তার স্বাদ ভক্ষক ওই পতিতালয়গামি !
-----------------------------
অমিতাভ (২৪.১১.২০১৭)