কি মোহময় উদ্ভিন্ন এই ভালবাসার ভাষা,
দুরন্ত তার শেষ হইয়াও হয়না শেষের নেশা !
ছুটছে যে তার পিছে সবাই, পেতেই হবে তাকে
ছুটতে ছুটতে কারা ওরা বিফল মনোরথে,
হন্যে হয়ে শেষে কিনা কানা গলির বাঁকে -
ক্লান্ত প্রেমিক রয় সে চেয়ে শূন্যদৃষ্টি নিয়ে ।


আকুল প্রেমের আবেদনে যারে করে নিবেদন,
জানেনা হায় সে চায় যে পেতে অন্যকে আপন,
যায় তা জানা শেষে ।
কান্না হাসির দোল দোলানো রৌদ্র মেঘের ছায়ায়
স্পর্শকাতর ভালবাসা জ্বালায় দাবানল
দুকূল ভাঙ্গে যায় সে ভেসে কাদাজলে হারায় শেষে ।


আবার সব ভুলে সব ছেড়ে দিয়ে ভাসিয়ে পরাণ ভালবাসায়
কেউবা ওরা যায় পেয়ে তার মুক্তোটি ঝিনুকে,
আঁধার শেষে সাজে আকাশ হাজার তারায় সেজে ।
ভালবাসা পায় যে খুঁজে শান্ত শীতল আঁচলছায়া, শীশমহলের আলো  
পরিপুরক হলে ওরা - একজনে অপরের,
ফুল খুঁজে পায় পূজার বেদি সুগন্ধ ছড়াতে ।
________________________
অমিতাভ (২৫.৪.২০১)