রিমঝিম এই শ্রাবন দিনে
একটু নাহয় ভিজি সাথে মেটাই উষ্ণতা,
জল টুপটুপ আলোছায়ে
আয়নারে তুই একটু ভিজে -
শাওন দিনের মিষ্টি নেশায় হই ভাসন্ত রাজহাঁস।


তোর সাথে হই একটু জোলো
একটু না হয় নষ্ট ঘোলা ,
তোর ওই ভেজা ঠোঁটের মালভূমে
বৃষ্টিভেজা পদ্মচোখে কপোলে গ্রীবায়-
রঙের ছোঁয়ায় আদর দিয়ে আঁকি আলপনা!


তোর উত্তাপের ভেজা জলে
পানকৌড়ি ডুব দিয়ে আজ
শ্রাবনি এই ঘোর বরষায় হই শুশুক বেসামাল!
ইচ্ছেগুলো বলছে শুনি -
এমনদিনে ডুব দিয়ে চল একাত্ম হই লজ্জাহীনতায়।
--------------------------------
অমিতাভ (২০.০৭.২০১৭)