জীবন তো এক চিত্রকলা
তাকে আঁকতে যে হয় জলের পাতায়
হাতে ইজেল তুলি ।


ক্ষণে ক্ষণে বদলায় তার
চেহারা সুরত স্বভাব মেজাজ ,
বদলে যায় সময় নদীর স্রোতে বওয়া জীবনের পদাবলী ।


যতই তারে মনের মত সাজিয়ে নিয়ে
রঙবেরঙ্গী বিচিত্রতায় নিপুন করে আঁকি,
ওকে জলছবিই বলি ।
একটু নাড়া একটু ঝোঁকায়
একটু এদিক ওদিক হলেই
বড়ই আপন প্রিয় ছবি হয় যে ভরাডুবি ।
সব গলে জল শুধুই অতল
পলকে সাধের জীবনচিত্রের হয় যে জলাঞ্জলি।


জীবন তো এক চিত্রকলা
তাকে আঁকতে যে হয় জলের পাতায়
হাতে ইজেল তুলি ।


তাকে আঁকি আবার কাটি মুছি
আবার আঁকি তারে জলের পাতায় পরক্ষনেই মুছি ,
সময় স্রোতে জীবনখাতায় বদলায় ছবিগুলি ।
_______________________
অমিতাভ (১৭.৩.২০২০) গৃহকোণ