একটু একটু করে আমি যাই যে বয়ে ভেসে
হয়তো কিছু সুগন্ধ ছড়িয়ে তার সাথে,
বড় পিপাসার্ত আজ আমি বড় অসহায়,
সয়না এ'মন আর সয়না যে প্রাণ প্রিয় - তুমি যেওনা দূরে,
নাও গো টেনে কাছে তোমার ,
বাঁধোনা ওই বাহুডোরে একান্তে আমাকে ।


নির্জনে শীতের রাতে রই যে পড়ে একলা ঘরে
তুমি আছ অন্য কোথাও,
ভিজছে আঁখি ভিজছে দেহ মন
আকুল প্রেমের বৃষ্টিজলে ভিজে ।
কাঁপন লাগে, কি শিহরণ সয়না যে আর প্রাণে
ভালোবাসার সুতীব্র আহ্বানে ।


বড় একা লাগে একেলা এই আঁধারে
ভুলি নাই আজও তোমার আনোখা সেই প্রেম নিবেদন,
ভাসিয়ে দিওনা বকুলেরে বাণভাসি জলে ।
কোথায় তুমি কোথায় ওগো প্রিয় ,
একবার ওই বাহুডোরে উষ্ণ আলিঙ্গনে তোমার -
মিথ্যে হলেও স্নেহভরে যাওগো তুমি বলে - ভালোবাস ।
ভালোবাসার ওই নামাবলী হোলোই বা ক্ষণিকের তা এক অণুপলের ,
জড়িয়ে সারা অঙ্গে আমার - তার উষ্ণতায় ডুবে,
কাটিয়ে দেব মধ্যাহ্ন দ্বিপ্রহর আমার গোধূলির ওই বেলা।


গাছ কি বাঁচে মাটি ছাড়া কিংবা নদী জলাধারা বিনা?
একবার এই মনকে করে জয় , ওরে প্রিয় কেন করিস ছল?
একবার -
শুধু একবার তুমি এস প্রিয় যাওগো রেখে নৈবিদ্য তোমার -
ভালোবাসার প্রীতি উপহারে - শুধু একবার ।
________________________
অমিতাভ (৫.১২.২০১৩)