একদিন দেখবনা আর ফুল পাখি প্রকৃতির রূপ ও লাবণ্যকে,
শুনবনা বনে বনে পত্র মর্মর, নির্ঝরিণীর ওই মুখর কলতান।
লাগবেনা গায়ে আর মিষ্টি বাতাস,
হারিয়ে যাবে বহতা নদী কাশের বন শিউলি শিশির।
নীরব হয়ে যাবে এই মুখ, গাইবেনা গান
করবেনা আর কোনও গুঞ্জন, মান অভিমান।


নিথর এই দেহ হবে ধ্যান গম্ভীর,
নীরবেই করবে আলাপন -
সুন্দর সুশোভন স্মৃতিদের নিয়ে আপন আলয়ে।


হয়তো বুঝবেনা কেউ কোনও দিনও আর -
তোমরা আমাকে,
সেইদিন এই আমি যে তখন নীরব নিথর।
দূর হতে দেখে যাব অগোচরে থেকে সমুহ তোমাদের,
হয়তোবা কৃতজ্ঞ হব, নাকি হাসবো তোমাদের স্বরূপ দেখে দেখে,
তবে জানাবোনা কোনও প্রতিবাদ, দেবোনা ইঙ্গিত কোনও।


ইচ্ছে নেই আর কোনোদিনও আসি ফিরে,
ধরনীর এই ঈর্ষা ঘৃণা আর ক্লীবত্বের ঘূর্ণাবর্তের ভিড়ে।
ভাল থেকো তোমরা সবাই, ভাল রেখো একে অন্যকে,
ভাল থেকো নতুন ভোরের আলো নিয়ে ওগো আগামী পৃথিবী ।
_______________________
অমিতাভ (১৬.৮.১৮)গৃহকোণ, রাত ১১-৪০