একটু একটু এই তোকে না
কেমন লাগছে যেন ভাল,
ফাগুন হাওয়া তোর গন্ধ গায়ের
সারা অঙ্গে মেখে দিল ।


তোর চপল চাহন প্রেমের বিষে
মত্ত নেশায় চাই যে তোকে একটু কাছে পেতে ।
একটু তোর কাছে বসে একটু দেখে একটু কথা বলে
চাই একটুকু দিই ছুঁয়ে ।


রাগ হয়ে তুই বলবি যখন -
উহ সভ্য নয় তুই বেয়াড়া বড় ।
একটু ফোলা লাল নাসাতে অধরখানি একটু লালে
দেখতে ইচ্ছে করে তোকে ভীষণ রেগে গেলে ।
চুপ দুপুরে রইব চেয়ে তোকে
তোর মুখ ঘোরানো কটমটিয়ে রাগে ফোলা গালে ।
_________________________
অমিতাভ (২০.৯.২০১৪) গৃহকোণ, বিকেল ৫-২০