যে শব্দ উচ্চারনে ডেকেছি জন্মদাত্রীকে আমার,
শুনেছি স্বপ্নময় ঘুমপাড়ানির গান
শৈশবের আনন্দধামে শুনেছি আদুরি আহ্বান
জানিয়েছি প্রেম,স্বপ্ন মনের যত, কত অভিলাষ,
জানিয়েছি বেদনা বিশ্বাস মনের, অগণিত আনন্দ কত উচ্ছাস,
যে ভাষায় গেয়েছি গান, জানিয়েছি আক্রোশ যত অভিমান,
তাকেই বাঁচিয়ে রাখার এক রক্তাক্ত ইতিহাস -
এমনই এই একুশের লেলিহান উত্তাল দিনে।


একুশ মানে দুই বাংলার দুঃখ সুখের ভাষা
একুশ মানে গর্জে ওঠা  আমার বাংলা ভাষা।
ভুলতে পারিনা ওই বীর শহীদ সেনানীর কথা,
সুরক্ষিত রেখেছিল তারা আদুরী বাংলা ভাষাকে সেদিন রক্তলেখায়,
উদার আহুতিতে কত অমূল্য জীবন
এমনই একুশের এক অশান্ত বেলায়।


উড়িয়ে বাংলা ভাষার বিজয় কেতন
বীর ওই ভাষা সেনানীকে জানাই
নতমস্তকে বিনম্র প্রণাম আমার
একুশে ফেব্রুয়ারির এই প্রভাতি আলোয়।
-----------------------
অমিতাভ (২১.২.২০১৭)