তাপদগ্ধ তপ্ত দিনে
আষাঢ় গগনে মেঘ ঘনকালো,
ওগো মেঘ তুমি আকাশের কোনে
ঐ বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকালো!


এসো মেঘবতী কন্যা তুমি
এসো গো আমার তুমি প্রিয়তমা হয়ে,
কৃষ্ণকলি তুমি এসো
এসো এলোকেশী হয়ে তুমি গাগরী দুলায়ে।


এসো গো রূপসী প্রিয়া
জলনূপুরে ছন্দ তুলে,
তরঙ্গিত কোমর দুলায়ে তুমি এসো
নৃত্যের তালে তালে।


এসো এসো গো প্রিয়া -
আষাঢ় তুমি কল্লোলিনী হয়ে এসো।
শীতল করগো তৃষিত এই তপ্ত হৃদয়
আশীর্বাদী অমৃতধারায় তোমার অঝোর বরিষণে ।
______________________
অমিতাভ শূর (১৮.৬.১৯) বাড়ি , ভোর ৬-১৫