পেটকাটি চাঁদিয়াল চৌরঙ্গি গয়লা
ময়ূরপঙ্খী বজ্ঞা আরও কত কি যে নাম,
উড়ছে দেখ উড়ছে ওরা আকাশ জুড়ে ঐ নীলে
ভোকাট্টা ভোকাট্টা রবে মুখর করে চারিদিকে ।


কচিকাচা মাতলো যে আজ এই আনন্দ উৎসবে
সাথে সব দাদা দিদি বুড়োরাও আজ তারা মৌতাতে।
ভোর না হতেই চারিদিকে সাজো সাজো রব,
আজ যে হবে ঘড়ির খেলা কাটাকুটি দিনভর ।


গোছা গোছা ঘুড়ির যত রঙ বেরঙি সাজ পোশাক
মাঞ্জাসুতোয় ভরা যত লাটাই সাথে সার সার,
রাস্তা পাঁচিল পার্ক মাঠ - যত উঁচু বাড়ির খোলা ছাদ
সব যে আজ  জবরদখল - কচি কাচাদের রাজ।


যেদিকে তাকাই উড়ছে ঘুড়ি আকাশ জুড়ে পসরা
লাল হলুদ নীল সাদা কালো ঘুড়িদের আজ রঙ মিছিল,
নিচে সুতোয় বাঁধা তরতাজা এক সবুজ প্রাণের দঙ্গল  ,
সারা আকাশ যে আজ ছেয়ে গেছে রঙ বেরঙ্গি ছররায়।


পূজোর নিশান দেয় উড়িয়ে  ঘুড়িদের ওই পতাকায়
ঢাকের বাদ্যি উঠলো বেজে -
আজ যে বিশ্বকর্মা ,
পূজো পূজো গন্ধ লাগে – এলো খুশির দিন ঐ ।
=======================
অমিতাভ (১৮.৯.২০১৫)বাড়ি, সকাল ৮-৩০


** এই ইট কাঠ পাথর আর তারের বেড়াজালে বন্দী শহুরে অস্থিরতার মধ্যে থেকেও বার বার এই দিনটির কথা মনে পড়ে যায় ... বিশ্বকর্মা পূজো আর ঘুড়ি , ভীষন ভাবে টানে এই দিনটা । পূজোর গন্ধ নিয়ে আসা এই দিনটি। তাই লিখলাম। হয়তো আপনাদেরও কারও মনে পড়ে যাবে ফেলে আসা ঐ সোনালী দিনগুলো ।