ন্যুব্জ হয়েছে যত ভালোবাসা প্রেমগুলো
স্বপ্নরা হয়েছে ধূসর ,
শুকনো পাতার মত হয়েছে বর্ণহীন মূক দর্শক,
বেদনার ভারে আজ অবনত ক্লান্ত এক বিষণ্ণ হৃদয় ।


সময়ের সাথে সাথে কুব্জ সামর্থ, স্থিমিত হয়েছে উচ্ছাস,
জুবুথুবু যৌবন ডানাভাঙ্গা জটায়ু হয়ে আজ শুধু ইতিহাস ।
আহত সে পড়ে রয় সময়ের গ্রাসে - তার সুতীব্র সন্ত্রাসে।
তবুও স্বপ্নরা দেখি আজও আছে বেঁচে কল্পবিলাসে !


দিগন্তের আকাশে দেখি গোধূলিবেলায়  -
নিরাশার মাঝে আজও ধূসর বিকেলে
কালের গর্ভ হতে ঐ
উঠে আসে অগনিত অলব্ধ আশার ছায়াছবি !
________________________


অমিতাভ (১৮.৩.১৯) বাড়ি, সন্ধ্যা ৬ - ৩০