হাহাকার ...১
-----------------
আসিফার নীরব কান্না শুনি
শুনি কামদুনির গুঞ্জন ,
সালমা জয়ন্তিদের দেখি
ধানের ক্ষেতে লাশ।


আমলা পুলিশ মন্ত্রীরা তো ঠান্ডা ঘরে ঝড় তোলে,
লোক তাতিয়ে ওরা করে বিচিত্র বিলাস।
____________________


হাহাকার ...(২)
---------------------
ওরা পূজারীও নয় ভক্তও নয়
ওরা লালা ঝরা নির্লজ্জ্ব কিছু নারী শিকারি কীট,
ওরা মন্দিরে যা মসজিদেও তা গির্জাতেও একই।
ওদের দেহে পশুর বীর্য ওরা হিংস্র ওরা বিকৃত
ওরাই শত্রু এই সমাজের নিকৃষ্টতম।
ধর্মের নামাবলী গায়ে ওরা ঘৃণ্য বলাৎকারী।

হাহাকার .... (৩)
---------------------


বিষণ্ন বিকেলে দেখি
রক্তাক্ত মাতৃ যোনীর খোলা বাজারে নিলাম!
এই কি ধর্মের বড়াই নাকি উজ্জ্বল জাত্যাভিমান?


নরকও ওদের দেবেনা স্থান ওরা এতই পাশবিক
ওরা নরাধম , জান্তব ওরা সভ্যতা বিনাশী
ওরা নিকৃষ্ট এক বুদ্ধিভ্রষ্ট প্রজাতি - বিধর্মী।
----------------------------------------
অমিতাভ (১৭.৪.১৮)


** আমার এই লেখাটি শুধুই আসিফাকে উদ্যেশ্য করে নয়, যদিও ওই নিষ্পাপ না ফোটা ফুলের মত মেয়েটা চোখে আঙুল দিয়ে তার অমূল্য জীবন দিয়ে জানিয়ে গেল  আবার গোটা এই আহাম্মক পৃথিবীকে।
** আমার এই লেখা বিনা দোষে বিতাড়িত ও ধর্ষিত লক্ষ কোটি বাঙালী সনাতনী ধর্মে বিশ্বাসী মানুষগুলির জন্য যারা বিতাড়িত ও ধর্ষিত হয়েছে ও আজও হচ্ছে ওই বাংলায় যা আজ বাংলাদেশ ।
** আমার এই লেখা ওই কুর্দিশ দের জন্য
** আমার এই লেখা সিরীয় দের জন্য
**  আমার এই লেখা বসনিয়া, ঘানা, চাড, দক্ষিণ আফ্রিকা, চেচনিয়া, পোলেন্ড, নিকারাগুয়া , ভিয়েতনাম, পাকিস্তান, ভারত - সারা বিশ্বে ছড়িয়ে থাকা ওই নিরিহদের উপর এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে।
কি অদ্ভুতভাবে  দেখি কেমন স্বার্থপর হয়ে শুধু নিজ নিজ গোষ্ঠীর পছন্দের ধর্মালম্বীদের লোকের উপর অত্যাচার হলে ওই বিশেষ গোষ্ঠী চেঁচায় বাকি সব ক্ষেত্রে তারা মূক ও বধির। ওদিকে অবলীলায় চলে ধর্ষণ ও হত্যালীলা। কখনও চেঙ্গিস, কখনও শক, হুন, পাঠান, মুঘল, ব্রিটিশ কিংবা হিটলার, মুসোলিনি, ইডি আমিন, পল পটের নেতৃত্বে।


মানুষ কি হারিয়ে ফেলেছে তার সমস্ত বোধ, বুদ্ধি, মনুষ্যত্ব, বিবেক ওই ছেঁদো ধর্ম আর রাজনীতির যুপকাষ্টে?


এই কি মানবিকতা? এটাই কি তবে ধর্মগুলি বলে? এটাই আজকের নীতি? ...... কি নির্লজ্জ !!! ছিঃ ছিঃ