দূরের বন্ধু তুমি নীল
সাগরের ওপার হতে ছড়িয়ে দিয়েছ
প্রেম সুগন্ধ তোমার,
ভালোবাসার আবীরে রাঙিয়ে দিয়েছ তারে,
ছড়িয়ে দিয়েছ তারে ইথারে ইথারে ।


নদীতেও পড়ে চর, পাপড়ি শুকিয়ে যায়
নিঠুর সময়ের সাথে হারায় জৌলুস যত -
ফেলে আসা ভালবাসা প্রেমে।
তাই সুগন্ধ সুবাস খুঁজি
সুদূর হতে বাতাসে ভেসে আসা
নবীন প্রেমের ওম হতে।


জানিনা কেন যে ওরা ডুবে যায় নোনাজলে ,
ভেসে ওঠে মরীচিকা অপ্রাকৃত!
হারায় ভেসে আসা সুগন্ধ সৌরভ!!
উদাসী এ'মন রক্তিম গোধূলিতে খোঁজে
সুগন্ধ বাতাসে ...
_____________________
অমিতাভ (২৩.১১.২০১৭) বাড়ি, ৮-১৫