বিজাতিয় সৌরভে আজ সেজেছে পৃথিবী
বড় উগ্র গন্ধ লাগে নাকে - মাংস পোড়া ধোঁয়ার,
ছাই চাপা ওই পম্পেই নগরিকে দেখি
ভেসে ওঠে সামনে চোখের আজ যেন বার বার !


সামাজিক দহনগুলো সামনে পিছে দেখে দেখে
আমি যে ক্লান্ত বড় আজ।
চেনা মুখের যান্ত্রিক এই নগর সভ্যতা হতে
তাই হারিয়ে যাব এবার আমি
আমার ভাললাগা ভালবাসা - তোকে নিয়ে সাথে।
লাগামহীন ছন্নছাড়া ধুলো মাখা এই মলিনতা হতে
হারিয়ে যাব এবার আমি অনেক যোজন দূরে
যত অচেনাদের ভিড়ে।
অনেক হল কৃচ্ছ সাধন অনেক শোধন অনেক বোধন,
বেঁচে থাকার অজুহাতে এই সাপ লুডোর খেলায়।


এখানে মানুষেরা আজ মানুষ তো নেই আর,
চাকচিক্ক আধুনিকতায় ধাইছে জীবন ছন্নছাড়া
অস্তগামি মানবতার বয় গলিত লাশ ।
অধুনা ব্যস্ত কেমন আমরা সবাই অঙ্গসজ্জায় নিজের নিজের,
যা কিছু সব আমারই চাই বাকিরা যাকনা রসাতল !


বদলে গেছে জীবনধারা
বদলেছি আমিও বোধহয় বদলে গেছে পড়শিরা সব ।
বাঁচতে গিয়ে সবাই কেমন মরছি পলে পলে সাথে আর সবাইকে মেরে,
নিঃস্ব হয়ে আঁকড়ে ধরি অন্ধ ধর্মের বেদি, করি মানবতা নাশ  ।
দেখি মানবতা করছে হাহাকার সে কি যে অসহায় ,
দুই পা যে তার ডুবে আছে এ যে চোরাবালির খাদ !


তাই হারিয়ে যাব ভালবাসা তোকে নিয়ে সাথে
কোনও এক প্রত্যুষের সোনা রোদ্দুর মেখে -
সবুজ ঘাসের শীষে,
তুই আমি পা ভিজিয়ে নেব ভোরের শিশির মেখে।


হ্যাঁরে প্রিয় - আমার অন্তরের তুই নিভৃত প্রেম,
সেদিন তোকে পাব তো রে আমার সাথে সাথে?
মুক্তির ওই যাত্রাপথে একসাথে পায়ে পা মিলিয়ে
মীনকেতন উড়িয়ে যাব আলোর পথটি ধরে ।
_______________________________
অমিতাভ (৩.১১.১৮) বাড়ি , রাত ১২-৪৫