একই দেহের ভিতর কি বিচিত্র বহুমুখি এই মনখানি দিয়ে
কুরুক্ষেত্রের রণাঙ্গনটি তুমি সাজিয়েছ বেশ ।


হৃদয়ের একধারে পাতা ছাউনিতে দেখি একরাশ সুস্থ সেনানী,
সাথে নিয়ে ভালবাসা মানবতা প্রেম আর করুনা অশেষ।
ওধারে সাজিয়েছ শিবির হিংসা দ্বেষ ক্রোধ আর ঘৃণার আচ্ছাদনে
অনন্ত লোভ কামনা বাসনাশিক্ত রক্তবীজেদের করেছ মোতায়েন দিয়ে শক্তি বিশেষ ।


একাধারে অনিশ্চিত নশ্বর এ’জীবনকে তুমি দাও অমৃতের স্বাদ
যৌবন সুধারস দিয়ে - আশার কুহকে প্রেমের উষ্ণতা সিঞ্চনে ।


ওদিকে দুন্দুভি বাজাও তুমি
শুরু কর ধুন্ধুমার রণ এই দেহেরই ভিতর,
‘রোমান কলোসিয়ামে’ ওই 'গ্লেডিয়েটেরর' লড়াইয়ের মত,
বিভক্ত সেনারাও প্রস্তুত তোমারই অর্পিত অস্ত্রে সুসজ্জিত হয়ে ।


কত স্বপ্নরা কাঁদে হাসে করে হাহাকার
হৃদয়পুরে জটিল দ্বন্দ চলে আলোয় আঁধারে ।


হে সৃষ্টিকর্তা - অনন্ত ব্রহ্মান্ডের তুমি একচ্ছত্র অধিপতি ,
পর্দার আড়ালে বসে অসম এই যুদ্ধ থেকে  নাও -
এক মনসুখ মৌতাত , তুরিয় অনুভূতি ।
ঠিক ঐ রোমান রাজার মত - একমাত্র মৃত্যুতেই যার হবে ইতি।
  
না - কোনও ক্ষমা নেই, নেই কোনও বিশ্রাম
নেই তার নিস্তার – মৃত্যু অবধি ।


বাঃ ভালই সাজিয়েছ তুমি
কুরুক্ষেত্রের রণাঙ্গনটিকে এই দেহেরই ভিতর ।
খেলিছ আপনমনে জীবনকে নিয়ে তুমি পুতুলখেলা,
নিরলস অস্থিরতা দিয়ে -
আমৃত্যু লড়াই শেষে ক্লান্তিতে মরণের পারে।
-------------------------------------------
অমিতাভ ( ১৪.১১.২০১৬) বাড়ি, রাত ১১- ৪৫