কী চাও ওগো ,
বলনা আমাকে তুমি - হে মহাজীবন?
কেন চারিদিকে এত প্রতুল
বিছিয়ে রেখেছ তুমি মোহামায়াজাল ,
এত মদীরা মৌতাত ?
কামিনী কাঞ্চনের ওই কুহকী সর্পচক্ষু নীল ?


তুমি কি চাওনা পাই অমৃতের সন্ধান আমি ,
নিখিলের মাধুরীতে বিধৌত হয়ে -
আপনারে দেখি আমি আপনারে জানি ,
করি মুক্তিস্নান ওই শান্তিবারিতে ।


অবগুণ্ঠনেই কি তবে রাখবে ঢেকে
ওই আলোকিত পথ তুমি চিরকাল?
হে মহাজীবন -তবে কি দেবেনা তুমি
ঐ আলোকিত পথের সন্ধান, দেবেনা মুক্ত হতে তুমি কোনওদিন ?
-----------------------------------
অমিতাভ (৯.৪.১৮)