জন্মিলে মরিতে হবে
অস্বিকার তা কেই বা করে?
তবে চাইনা একই পংক্তিবদ্ধ হতে
কিটস কিংবা সুকান্তর সাথে দাঁড়িয়ে অবেলায় নিভে গিয়ে ।


হে নিঃশব্দ অন্তিম ওগো চিরনীদ্রা স্থির -
তুমি ঘনান্ধকারে এক সমাধিস্ত আলোকবর্তিকা ।
বাড়াই বন্ধুত্বের হাত এস - স্বাগত তোমাকে ,
দীপ্ত দিবস শেষে জীবনের সন্ধ্যায়
ধূপে দীপে আরতিতে ঘোর রাত্রির আবাহনে
এস - হই বন্ধু তোমার ।


সানন্দে চল যাই নব নিকেতনে  ,
আজীবন লব্ধ যত পুরাতনকে ফেলে
নবকলেবরে সজ্জিত শুভ্র পুস্পশোভিত মৃত্যুবাসরে ।
তোমার রক্তচক্ষু দিয়ে -
কোরোনা ভয়ে ভীত, কম্পিত, সন্ত্রস্ত আমাকে,
নিওনা ছিনিয়ে  প্রাণবায়ু নিস্ঠুরতায় -  
বজ্রাঘাতে ঝন্ঝায় তোমার করাল রাহুগ্রাসে ।


হে অবশ্যম্ভাবি মৃত্যু -
তুমি এসো বন্ধু হয়ে স্মিত হেসে,
নুতন যাত্রাপথে হও সহযাত্রি আমার,
অজানা আগামির ঐ পথে তুমি এসো - এক পথপ্রদর্শক রূপে ।
________________________
অমিতাভ (২.৬.২০২১)


** বিগত কয়েক বছর ধরেই দেখছি প্রান নিয়ে এক ছিনিমিনি খেলা । কোথাও যুদ্ধ কখনও করোনা কিংবা বিক্ষিপ্ত সেই হত্যালীলা । তাই প্রছন্নভাবে মনের ভিতর জীবন মৃত্যু প্রাণ - ওরা ভিড় করে মনে , তাই ঐ প্রাণকে নিয়েই আমার দুকলম এই লেখা ।