তোমায় নিয়ে ভেবেছিলাম -
এবার যাব পৌষ মেলায়,
যাব চল কেন্দুলির ওই গাঁয়ে জয়দেবের মেলায়,
বাউল মন নিয়ে যাব বাউলদের কাছে
শুনব বাউল দেখব বাউল মাখব বাউল গায়ে ।
মন তো বাউল আছেই আমার,
একাত্ম হব আমি বাউল আবহাওয়াতে -
তোমায় নিয়ে সাথে ।


একি ? আমার একতারা ?
গাঁথব যে সুর বাঁধব যে গান
একতারাই যে নেই সাথে !
কি যে কর না তুমি,
নেই যে আজ কোথাও আশেপাশে -
বড়ই সাধের একতারাটি আমার ।
_____________________
অমিতাভ (১৬.১.২০২১) গৃহকোন, সন্ধ্যা ৫-৪৫