হারিয়ে যাওয়া আমার সে আজ
কোন অজানা সুদূরে?
নেই ঘ্রাণ, নেই স্পর্শ সুখ
খুঁজি তারে আমি উন্মুখ,
না আছে চুড়ির নিক্কন নেই তার কোনও শব্দ লহরী,
নেই ছম ছম পায়েলের সাড়া।


আছে সুখস্মৃতিগুলো রাখি বন্ধনীর মত
সজোরে জড়িয়ে আমার ভিতর বা'র,
মিষ্টি করে ওরা শুধু ব্যথা দেয় আমাকে যে বারে বার।
ভোগেন এ'হৃদয়ের আনাচে কানাচে নীল
নির্জন দ্বীপের নিঃশব্দ বালুচর,
সোনালী সেদিন ডুবেছে অতলে
ক্ষুধার্ত সময়ের পিপাসায়।


নিজেকে মনে হয় বিকেলের রক্তিম
আলো পোহানো স্ফিনক্স পিরামিড!
ছায়ারা ক্রমেই যায় বেড়ে
নৈঃশব্দ ছড়ানো ওই ধু ধু ময়দানে।


অশান্ত হাওয়া এসে উড়িয়ে দিয়ে যায় ধুলো
অস্বচ্ছ করে দেয় স্বচ্ছ জীবন - করে এলোমেলো।
উজানের সময় হয়েছে শেষ শুনি সান্ধ্য আজান,
ভাটির স্রোতের টান, মোহনাতেই  হবে পরিত্রাণ।


__________________________
অমিতাভ (২৬.৮.১৮) বাড়ি, রাখী পূর্ণিমা